দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সেরা জুটির তালিকায় প্রথম সারিতেই আসে শাহরুখ খান ও গৌরী খানের নাম। তাদের প্রেমকাহিনি আজও চর্চিত। তবে এই সম্পর্কের অন্দরমহলে এমন এক সত্যি লুকিয়ে আছে, যা শুনলে অবাক হতে হয়।
যে শাহরুখ একসময় শুধু গৌরীর জন্যই দিল্লি থেকে চলে এসেছিলেন মুম্বইতে, সেই গৌরীই নাকি প্রথমদিকে চাইতেন শাহরুখের ছবি যেন একের পর এক ফ্লপ হয়। কারণ, তখন গৌরী মোটেই চাইছিলেন না যে তাঁর স্বামী বলিউডে কেরিয়ার গড়ে তুলুন।
#REL