দ্য ওয়াল ব্যুরো: উপত্যকার পহেলগামে (Pahalgam) ২২ এপ্রিলের জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরপরাধ পর্যটক। নিহতদের মধ্যে ছিলেন যুবক শুভম দ্বিবেদী (Shubham Dwivedi)।
এশিয়া কাপের (Asia Cup 2025) আসন্ন ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে যখন ‘বয়কট-বিতর্ক’ তুঙ্গে, ক্রিকেট-রাজনীতি মিলেমিশে একাকার, তখন হট্টরোলের আবহে মুখ খুললেন প্রয়াত শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী (Sanjay Dwivedi)। নিলেন কড়া অবস্থান। সাফ জানালেন, এই মহারণ নিয়ে সঙ্গত কারণে গোটা দেশ আপত্তি তুলেছে। আর তিনিও ব্যক্তিগতভাবে বয়কটেরই পক্ষে। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে খেলাধুলার কোনও সম্পর্কই চলতে পারে না!