দ্য ওয়াল ব্যুরো: বাঙালির পুজো মানেই শুধু প্যান্ডেল হপিং আর খাওয়া-দাওয়া নয়, সঙ্গে থাকে ভ্রমণের নেশাও। প্রতিবছরই লক্ষ লক্ষ মানুষ এই সময় বেরিয়ে পড়েন উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স কিংবা দার্জিলিংয়ের পথে। কিন্তু সমস্যা হচ্ছে ট্রেন বা বাস—আগেভাগেই সব টিকিট উধাও! তাহলে কি আর ঘোরা হবে না? চিন্তার কিছু নেই। একটু ঘুরপথে গেলেই মিলে যাবে সমাধান।
মালদহ হয়ে পৌঁছে যান উত্তরবঙ্গে