দ্য ওয়াল ব্যুরো: মরশুমের শুরুতেই বসছে সুপার কাপের (Super Cup) আসর। সাধারণত এই প্রতিযোগিতা মরশুম-শেষে আয়োজিত হয়। কিন্তু এবার আইএসএল (ISL) পিছিয়ে যাওয়ায় সুপার কাপ হতে চলেছে সিজন শুরুর টুর্নামেন্ট। যা ধাপে ধাপে গড়াবে ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সূত্রে জানা গিয়েছে, ১২টি আইএসএল ক্লাব ইতিমধ্যে এই টুর্নামেন্টে অংশ নিতে রাজি। একমাত্র ওড়িশা এফসি (Odisha FC) এখনও নাম লেখায়নি। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’এক দিনের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।