দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেয় এই প্রতিবেদন লেখার মুহূর্তেও সল্টলেকে ব্রডওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটা কাটআউট লাগানো রয়েছে। সেটা অভিষেকের আরও তরুণ বয়সের ছবি। ইষৎ স্থূলকায়। যেমনটি ছিলেন আট-দশ বছর আগে।
স্থানীয় তৃণমূল নেতা বা নেত্রী কাটআউট লাগানোর আগে হয়তো ভেবেও দেখেননি অভিষেক আর তেমন নেই। বদলে গেছেন। এমনিতেই ফুল স্লিভ হোয়াইট শার্ট আর ট্রাউজারে যখন দেখা যায়, দিব্য বোঝা যায় নির্মেদ শরীর। নিষ্ঠা ও অধ্যবসয়ের সঙ্গে শরীরের সামান্যতম অতিরিক্ত স্নেহ পদার্থও ঝরিয়ে ফেলেছেন। শুধু ঝরিয়ে ফেলেছেন তা নয়, মেনটেইনড রাখছেন।
#REL