দ্য ওয়াল ব্যুরো: ঢাকার পর আরও একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দখল করল জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন (Jamaat-e Islami) ইসলামি ছাত্র শিবির। ৩৩ বছর পর গত বৃহস্পতিবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। শনিবার ফল প্রকাশ করা হয়।
চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ২৫টি পদের ২০টিতেই জামাতের ইসলামি ছাত্র শিবিরের 'সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে সাধারণ সম্পাদক, দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদ রয়েছে।