দ্য ওয়াল ব্যুরো: ফের শুল্ক-হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এবার তাঁর নিশানায় চিন (China)। ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে! ন্যাটো (NATO) দেশগুলিকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার কোথাও বলেছেন তিনি।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প (Donald Trump) বলেন, 'ন্যাটো সদস্যদের রুশ তেল কেনা 'অবিশ্বাস্য' এবং এতে তাদের রাশিয়ার সঙ্গে দরকষাকষির ক্ষমতা কমে যায়।' তিনি অভিযোগও করেছেন যে যুদ্ধ শেষ করার জন্য ন্যাটোর প্রচেষ্টা এখনও সম্পূর্ণ নয়।'