দ্য ওয়াল ব্যুরো: স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও রিয়েলিটি শো বিজয়ী মুনাওয়ার ফারুকিকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ! রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাংয়ের দুই শ্যুটারকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারির আগে পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে শ্যুটারদের। ঘটনাটি ঘটেছে দিল্লির জইতপুর-কালিন্দি কুঞ্জ রোডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল ও সাহিল। তারা দু’জনেই আদতে হরিয়ানার - রাহুল পানিপথের বাসিন্দা এবং সাহিল ভিওয়ানির।
#REL
গ্যাংস্টারদের নির্দেশেই খুনের পরিকল্পনা