দ্য ওয়াল ব্যুরো: গুগল আবারও হাজির করেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি নিয়ে। নাম দিয়েছে ‘ন্যানো বানানা’। এই নতুন ইমেজ টুল পাওয়া যাচ্ছে গুগলের জেমিনি এআই প্ল্যাটফর্মে, আর মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায়। বিশেষত জেন জি প্রজন্মের মধ্যে রেট্রো-স্টাইলের এই ছবিগুলি এখন ব্যাপকভাবে ট্রেন্ডে।
#REL
'ন্যানো ব্যানানা' কী?