দ্য ওয়াল ব্যুরো: রানওয়েতে ছুটেও উড়ল না বিমান। অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর ফ্লাইটটি। তাতে ছিলেন সাংসদ ডিম্পল যাদব।
শনিবার দুপুরে লখনউ এয়ারপোর্টে ঘটনাটি হয়। দিল্লিগামী ইন্ডিগো-র ফ্লাইট ৬ই২১১১ রানওয়েতে তখন দ্রুতগতিতে ছুটছিল। ওড়ার সময় হঠাৎই দেখা যায় সমস্যা, উড়তে পারে না বিমানটি। শেষ মুহূর্তে পাইলটের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলেন বিমানে থাকা ১৭১ জন যাত্রী এবং ৬ জন ক্রু।
#REL