দ্য ওয়াল ব্যুরো: সুখবর দিল আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের দুর্যোগ আপাতত কেটেছে। ফলে সপ্তমীতে রাজ্যের কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের কারণে। একদিকে কলা বৌ স্নান অন্যদিকে ঝকঝকে শরতের নীল আকাশ দেখে খুশি সকলে।
তবে, দুর্যোগ সাময়িকভাবে কাটলেও ফের এক নিম্নচাপের ইঙ্গিত দিল আলিপুর। অষ্টমী থেকে নিম্নচাপ তৈরি হবে, যার জেরে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
#REL