দ্য ওয়াল ব্যুরো: SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়া হল না চাকরিহারা সন্তোষ কুমার মণ্ডলের। শনিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর।
তিনি পাঁশকুড়ার আড়িশান্ডা স্কুলের শিক্ষক ছিলেন। ২০১৬-তে সেই স্কুলে চাকরি পান এসএসসি দিয়ে। পরিবারের দাবি, চাকরি হারানোর পর থেকেই অবসাদে ভুগছিলেন। চিন্তা করে করে শেষ হয়ে গেল সব।
#REL
চাকরি চলে গেলেও নতুন করে পড়াশোনা শুরু করেছিলেন সন্তোষ। গত রবিবার এসএসসির নবম-দশমের নিয়োগ পরীক্ষায় বসেন। এই রবিবার অর্থাৎ আজকের জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন।
গতরাতে হঠাৎই মৃত্যু হয় তাঁর। একাধিক স্বপ্ন থাকলেও পূরণ হল না শেষ পর্যন্ত।