দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) মাদকবিরোধী অভিযানে বড়সড় চক্র ভাঙল কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence- DRI)। এই চক্র থেকে প্রায় ২৬ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত (seized illegal substances worth 26 crores) করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এর মাস্টারমাইন্ড-সহ ১০ জনকে।
১২ সেপ্টেম্বর ভোররাতে একযোগে একাধিক ঘাঁটিতে হানা দেয় কলকাতা জোনাল ইউনিটের DRI। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং যাদবপুরের বিজয়গড় এলাকার দু’টি আবাসিক এলাকায় জোরকদমে তল্লাশি চালানো হয় (DRI operation)।
#REL