দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) আজ ভারত–পাকিস্তানের (India Pakistan) দ্বৈরথ ঘিরে উত্তেজনা থাকলেও, খেলা শুরুর আগে প্রতিবাদের সুর তুললেন পহেলগাম জঙ্গি (Pahelgam Attack) হামলায় নিহত ব্যবসায়ী সন্তোষ জাগদালের মেয়ে আসাবরী জাগদালে। তাঁর অভিযোগ, হামলার এত অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আয়োজন করা অত্যন্ত লজ্জাজনক।
আসাবরীর কথায়, “আজকের ম্যাচ মোটেই হওয়া উচিত ছিল না। পহেলগামের ঘটনায় এখনও ছ’মাসও পেরোয়নি। অপারেশন সিঁদুর হয়েছে। তারপরও এই ম্যাচ আয়োজন করা হচ্ছে, কোনও লজ্জা নেই।”