দ্য ওয়াল ব্যুরো: ভিখারিদের আশ্রয়কেন্দ্র (beggars homes) কোনও স্বেছাসেবী উদ্যোগ নয়, বরং এটি রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতা (constitutional morality)। মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত (right to dignity) করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্যাপক সংস্কারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা ও আর মহাদেবনের বেঞ্চ জানায়, ভিখারি আশ্রয়কেন্দ্রে অমানবিক পরিস্থিতি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মৌলিক অধিকার ভঙ্গের সামিল।
#REL
আদালতের নির্দেশ অনুযায়ী,