দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি! শহরের প্রস্তুতি পুরোদমে চলছে (Durga Puja Glow Up)। নতুন জামা-কাপড় আর সাজগোজের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। কিন্তু ত্বক যদি নিস্প্রভ থাকে, আনন্দটা মাটি হতে পারে। পার্লারে সময় নেই? চিন্তা নেই! ঘরে বসেই মাত্র ১৪ দিনে সহজ যত্নে ত্বককে ফেরানো যাবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
ত্বক পরিষ্কার রাখা জরুরি
প্রতিদিন সকালে ও রাতে মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহার করলে ত্বক সতেজ থাকে, পোর্স ছোট হয়। সবশেষে হালকা ময়শ্চারাইজার লাগান। নিজের ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।