দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের নলহাটিতে বেআইনি পাথর খাদানে (Nalhati stone quarry accident) ভয়াবহ দুর্ঘটনায় ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় (illegal quarry death) অবশেষে গ্রেফতার হলেন খাদান মালিক ভুলু ঘোষ (quarry owner arrested)। শুক্রবার প্রায় ২০০ ফুট উপর থেকে ধস নামায় কর্মরত অবস্থায় শ্রমিকদের ওপর জমে যায় পাথরের স্তূপ। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। চারজন আহত হন (Birbhum news)।
দুর্ঘটনার পরই সপরিবারে উধাও হয়ে যান অভিযুক্ত মালিক। তবে পুলিশের তৎপরতায় তাঁর মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে নলহাটিরই এক জায়গা থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
#REL