দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakkhineswar metro station incident) ছাত্রখুনের ঘটনার পর কি তবে টনক নড়ল? নিরাপত্তা আঁটসাঁট করতে স্টেশনে ৮০০ আরপিএফ নিযুক্ত (800 RPF personnel) হওয়ার ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও কবে থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে, তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা এখনও আসেনি বলেই খবর।
এর আগেও বারবার দেখা গিয়েছে, মেট্রো স্টেশনের অন্দরে ঢিলেঢালা নিরাপত্তা। কোথাও নিরাপত্তা কর্মী নেই, আবার কোথাও স্ক্যানিং মেশিন কাজ অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে ঠিক করে চেকিং প্রসেসটুকুও হয়নি। সেই নিয়ে বারবার নানা মহলে কথা উঠেছে।
#REL