দ্য ওয়াল ব্যুরো: খেজুরির জোড়া রহস্যমৃত্যু নিয়ে (Twin deaths Case) ফের তৎপর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসকেএমে হওয়া দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে একাধিক আঘাতের কথা স্পষ্টভাবে উঠে আসায়, এবার রাজ্যকে নতুন মেডিকেল বোর্ড গঠনের (New Medical Board in Khajuri) নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ রিপোর্ট জমা দিতে হবে।