দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য ও সংলগ্ন পশ্চিমবঙ্গ কেঁপে উঠল ভূমিকম্পে (Earthquake)। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮। সেই ভয়াবহতার মাঝেও মানবিকতার আরও এক রূপ দেখল অসম (humanity viral video Assam earthquake)।
চারদিক যখন কেঁপে উঠেছে, নড়ে উঠেছে পায়ের তলার মাটি, ঠিক সেই সময় অসমের নাগাঁও জেলার একটি বেসরকারি হাসপাতালের নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নবজাতকদের সুরক্ষিত রাখলেন (nurses save newborns)।
#REL