দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানে (Burdwan) ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় যাত্রীবোঝাই একটি বাস ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Bus and dumper Accident) গুরুতর আহত হলেন প্রায় ২০ জন (At least 20 injured)। দুর্ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবদ্বীপ থেকে যাত্রী নিয়ে রানিগঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে হঠাৎই উলটো দিক থেকে আসা ডাম্পারটি সজোরে ধাক্কা মারে বাসটিতে। মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। বাসে থাকা প্রায় সকল যাত্রী কমবেশি আহত হন।
#REL