দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ভিলওয়াড়া জেলায় এক শেষকৃত্য ঘিরে ঘটে গেল দুর্ঘটনা। সোমবার ভিলওয়াড়ার ফুলিয়া কালা গ্রামে চার জনের দাহক্রিয়া শেষে নদীতে স্নান করতে গিয়ে ডুবে মারা গেলেন তিনজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জয়পুরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়। তাঁদের মধ্য থেকে চার জনের শেষকৃত্যে যোগ দিতে সোমবার ফুলিয়া কালা গ্রামে ভিড় জমান স্বজনরা। সৎকার শেষ হওয়ার পর সাতজন খাড়ি নদীতে স্নান করতে নামেন। সেই সময়েই ঘটে বিপর্যয়।
#REL