দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টির (Heavy Rain) জেরে দেরাদুনে (Dehradun) ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি। মঙ্গলবার ভোররাতের এই বিপর্যয়ে দু’জন নিখোঁজ (2 missing as heavy rain triggers)। ধ্বংস হয়েছে একাধিক বাড়ি, ভেসে গিয়েছে গাড়ি ও দোকান। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ ও জেলা প্রশাসন।
ঘটনার খবর পেয়েই জেলাশাসক সবিন বনসাল, এসডিএম কুমকুম জোশি-সহ প্রশাসনিক কর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে। জেলাশাসক নিখোঁজ দুই ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ, পিডব্লিউডি–সহ বিভিন্ন দফতর।