দ্য ওয়াল ব্যুরো: বুধবার আদালতের রায়ে স্বস্তি মিলেছে। তারপরই আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকাল সকাল সিজিও কমপ্লেক্সে ইডি-র (ED ) দফতরে হাজির রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha, Prison Minister)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন, “তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করছি (cooperation' in investigation)।”
বোলপুরের তৃণমূল বিধায়ককে বৃহস্পতিবার সকালে খালি হাতেই দফতরে ঢুকতে দেখা যায়। সূত্রের খবর, এখনও পর্যন্ত ইডি তাঁর কাছ থেকে কোনও নথি দাবি করেনি। তবে জিজ্ঞাসাবাদ চলবে পর পর দু’দিন— বৃহস্পতিবার এবং শুক্রবার।
#REL