দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক (Srinagar Jammu national highway) বন্ধ হয়ে পড়ায় হাজার হাজার টন আপেল ট্রাকে থেকেই পচে যাচ্ছে (tonnes of apples rotting on Kashmir road)। গত ২০ দিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি চালু না হওয়ায় ক্ষুব্ধ কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রাকভর্তি পচা আপেল (Kashmir apples) ফেলে দেওয়ার ছবি ও ভিডিও। এতেই স্পষ্ট, সড়ক বন্ধের ফলে সাধারণ কৃষকদের ক্ষতি কতটা মারাত্মক আকার নিয়েছে (apple farmers protest)।
কাশ্মীরি কৃষকদের ভরসার স্থান এই আপেল চাষ