দ্য ওয়াল ব্যুরো: ফের শিরোনামে গরু পাচারের ঘটনা (Cattle Smuggle)। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোরক্ষপুর (Uttar Pradesh Gorakhpur)। আর এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গরু পাচারকারীদের (Cattle Smuggles) হাতে খুন হয়েছেন ১৯ বছরের এক তরুণ। নিহতের নাম দীপক গুপ্তা। সে একজন নিট পরীক্ষার্থী (NEET Aspirant) ছিল।
এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসার পর এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একাধিক পুলিশকর্মীও (Policemen) আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ এবং পিএসি (PAC) বাহিনী মোতায়েন করতে হয়েছে।