দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোর (Biswakarma Puja) ঘুড়ির আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল বুধবার দুপুরে। ফের চিনা মাঞ্জার (Chinamanjara) ঘাতক ছোবলে প্রাণ হারালেন এক প্রাক্তন সেনাকর্মী (Ex-soldier dies)। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর (Kalyani Expressway)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন ওই প্রাক্তন সেনাকর্মী। আচমকা উড়ে আসা চিনা মাঞ্জার ধারালো সুতো গলায় জড়িয়ে যায়। মুহূর্তে কেটে যায় গলা, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বাইক-সহ। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।