দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবের আগে বাংলার ভোজনরসিকদের জন্য সুখবর এল। বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ (Bangladeshi Ilish) প্রথমবারের মতো এ বছর রাজ্যে পৌঁছেছে। পেট্রাপল সীমান্ত দিয়ে মোট আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন ইলিশ (Hilsa Fish) ভারতে আনা হয়েছে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের অনুমতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। তারই প্রথম ধাপে আজ এই ইলিশ ভারতে প্রবেশ করল। কাস্টমস আধিকারিকদের মতে, পরবর্তীতে আরও কয়েক দফায় বাংলাদেশ থেকে মাছ ভারতে আসবে।