দ্য ওয়াল ব্যুরো: গঙ্গা নদীর তীরবর্তী সাতটি ঐতিহাসিক ঘাটের (Kolkata heritage ganga ghat) রূপ পাল্টাতে চলেছে, তাও খুব তাড়াতাড়ি। শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট (Shyama Prasad Mukherjee Port), কলকাতা পুরসভা (কেএমসি), কলকাতা পুলিশ এবং একাধিক বেসরকারি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই ঘাটগুলিকে পুনরুদ্ধার ও সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুনরুদ্ধারের জন্য নির্বাচিত ঘাটগুলি হল মায়ের ঘাট, সুরিনাম ঘাট, নিমতলা বিসর্জন ঘাট, ছোটেলাল কি ঘাট, দইঘাট, কুমারটুলি ঘাট এবং চাঁপাতলা ঘাট। কুমারটুলি থেকে চাঁপাতলা ঘাট পর্যন্ত নদীতীরের অংশটিও নতুনভাবে সাজানো হবে।
#REL