দ্য ওয়াল ব্যুরো: ভোটারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission's big decision)। আগের তুলনায় এবার আরও সহজ হবে প্রার্থীকে চেনা। ইভিএমের ব্যালট পেপারে এবার থেকে প্রার্থীদের রঙিন ছবি ছাপা হবে (Colored photo of candidate on EVM ballot paper)। সেই সঙ্গে সিরিয়াল নম্বর ও নাম ছাপা হবে বড় ও বোল্ড অক্ষরে।
নতুন এই নিয়ম প্রথম চালু হচ্ছে বিহারের নির্বাচনে। পরে পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যেও তা কার্যকর হবে বলে কমিশন সূত্রের খবর।
#REL