দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে নিখোঁজ এক বাঙালি পরিযায়ী শ্রমিক। দিন পাঁচেক ধরে কোনো খোঁজ নেই, পরিবার দিশেহারা। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ তাকে আটক করে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার করা হয় (Torture of Bengali worker in Odisha!)।
স্থানীয়দের হাতে হেনস্থা—চা খেতে গিয়েও নিস্তার নেই। অভিযোগ করতে গিয়ে পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন আত্মীয়রা, তবু প্রথমে অভিযোগ নিতে চায়নি ওড়িশা পুলিশ।