গার্গী দাস
মাস আর্টের দৌলতে দুর্গাপুজো পরিক্রমা শুরু আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই। শিল্পের কদর করতে, শিল্পীকে সম্মান জানাতে অনেকেই আগামিকাল থেকে প্যান্ডেল হপিং শুরু করবেন। আবার অনেকে শুরু করবেন মহালয়ার পর থেকে। বলতে গেলে দুর্গাপুজো আর এখন পাঁচদিনে সীমাবদ্ধ নয়। দুর্গাপুজো শুরু হয়ে যায় দ্বিতীয়া-তৃতীয়া থেকেই। উত্তর থেকে দক্ষিণ, প্ল্যান তৈরি প্রায় শেষ। তাতেই অ্যাড করে নিন বেহালার বিখ্যাত পুজোগুলিও।
এবার চোখ ধাঁধানো থিম আর গল্প নিয়ে হাজির হয়েছে বেশ কয়েকটি পুজো। মিস করা যাবে না একটিও। লিস্ট রইল দ্য ওয়ালে।