দ্য ওয়াল ব্যুরো: আজকের দিনে অনেকেই একটি অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন - বারবার একই সংখ্যা (Recurring Numbers) তাঁদের চোখে ধরা দিচ্ছে। ঘড়ির কাঁটায় ১১:১১, বিলের অঙ্কে ২২২, কিংবা গাড়ির নম্বরে ৩৩৩ - এই পুনরাবৃত্তি কি কেবলই কাকতালীয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অবচেতন মনের বার্তা বা মহাজাগতিক সঙ্কেত (Universal Indication)?
এই প্রশ্নই এখন মনস্তত্ত্ববিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং আধ্যাত্মিক গুরুর মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
কেন দেখা দেয় একই সংখ্যা বারবার?