দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজো মানেই শহর জুড়ে উৎসব, আর সেই সঙ্গে পুরসভার স্বাস্থ্যকর্মীদের বাড়তি দায়িত্ব। কিন্তু সেই অতিরিক্ত পরিশ্রমের যথোচিত মূল্য না মেলার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) একাংশ স্বাস্থ্যকর্মী (Health workers)।
গত মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম (Mayor, Firhad Hakim) আশ্বাস দিয়েছিলেন, স্বাস্থ্যকর্মীদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে। কিন্তু বুধবার স্পষ্ট জানিয়ে দেন, পুজোর সময় অতিরিক্ত ভাতা বৃদ্ধির যে দাবি তাঁরা করেছেন, তা মানা হবে না।
#REL