দ্য ওয়াল ব্যুরো: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গঠনের পর হাওড়া জেলা থেকে সবথেকে ওজনদার মন্ত্রী হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁকে সেচমন্ত্রী করেছিলেন দিদি। ছাব্বিশের ভোটের আগে হাওড়ার মাঝমাঠে ফের বল নিয়ে দৌড়তে দেখা যাচ্ছে সেই রাজীবকে। বলা যেতে পারে, যেন সেই পুরনো ফর্মে রাজীব।
বাংলায় শুরু হতে চলেছে পেশাদার ফুটবলের নতুন টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগ (Bengal Super league – BSL)। যে টুর্নামেন্টকে বিএসএলের অন্যতম উদ্যোক্তা তথা শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি বলছেন, ‘দুয়ারে ফুটবল’।