দ্য ওয়াল ব্যুরো: টেসলা মডেল ওয়াই কিনলেন আইনক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সিদ্ধার্থ জৈন। তাঁকে অভিনন্দন জানালেন ইলন মাস্ক। সোমবার গাড়ির ডেলিভারি নেন এই শিল্পপতি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ছবি শেয়ার করে লেখেন, 'ইন্ডিয়া আইনক্সের প্রথম টেসলা। এই গাড়ি ইলন মাস্ককে উৎসর্গ করলাম।' তার পরই মাস্ক রিপোস্ট করে এক শব্দে শুভেচ্ছা জানান।
#REL
সিদ্ধার্থ জৈনের কাছে এ এক স্বপ্নপূরণ। তিনি জানান, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে টেসলার কারখানা ভ্রমণের পর থেকে এই দিনটির অপেক্ষায় ছিলেন। স্বপ্ন সত্যি হল এতদিন পর।
ভারতে টেসলার যাত্রা