দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করল পুলিশ। বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখানেই এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে। ঘটনায় এক দিল্লি পুলিশের কর্মীও জখম হয়েছেন বলে খবর।
১২ সেপ্টেম্বর ভোররাতে বরেলি সিভিল লাইন এলাকায় দিশা পাটানির পৈতৃক বাড়িতে গুলি চালানো হয়। প্রায় ভোর ৩টা ৪৫ মিনিটে টানা গুলির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার বাবা, অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা এবং দিদি খুশবু পাটানি।
#REL