দ্য ওয়াল ব্যুরো: কেরলে (Kerala) ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ‘ব্রেন-ইটিং অ্যামিবা’ সংক্রমণ (Amoebic Meningoencephalitis)। বিরল অথচ অবধারিত প্রাণঘাতী রোগ প্রাইমারি অ্যামিবিক মেনিনজোএনসেফেলাইটিস (PAM)-এ বছরই আক্রান্ত হয়েছেন অন্তত ৬৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে আশার কথা, যেখানে বিশ্বে এই রোগের মৃত্যুহার ৯৭ শতাংশেরও বেশি, সেখানে কেরলে বেঁচে ফেরার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ শতাংশে।
চিকিৎসকরা মনে করছেন, এর অন্যতম প্রধান কারণ মিল্টেফোসিন (Meltefosine) নামের একটি ওষুধের ব্যবহার।