দ্য ওয়াল ব্যুরো: শহর জুড়ে এখন আলো, আনন্দ আর ভূতের গল্পের গন্ধ—তেমনই পর্দাজুড়ে নতুন ওয়েব সিরিজ, রহস্যে ভরপুর কাহিনি, আর গা ছমছমে আবহে ভয়ের সঙ্গে উপভোগের মিশেল। সেই ধারাতেই এবার ‘হইচই’ নিয়ে আসছে এক অনন্য অভিজ্ঞতা—‘নিশির ডাক’।
পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, যিনি চলতি বছরই ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-র সাফল্যে নজর কেড়েছিলেন। এবার তিনি ফিরছেন এক সম্পূর্ণ নতুন অন্ধকার জগতে, যেখানে ভয় শুধু ছায়া নয়—তা মিশে আছে সংগীতের সুরে, ইতিহাসের পরতে, আর বন্ধুত্বের বন্ধনে।