দ্য ওয়াল ব্যুরো: আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, শিউলি ফুলের মিষ্টি গন্ধ জানান দেয় মা আসছেন। এই সময়টা শুধু উৎসবের নয়, এটি ঘরে ফেরার, প্রিয়জনদের সঙ্গে হাসিমুখে দেখা করার এবং নতুন করে সেজে ওঠারও। বাঙালির জীবনে দুর্গাপুজো কেবল একটি পুজো নয়, এটি এক আবেগও।
দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি খুচরা বিক্রেতা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দুর্গাপুজো উপলক্ষে তাদের নতুন ক্যাম্পেইন ‘অপরূপা’ চালু করতে চলেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে নারীদের ভেতরের সৌন্দর্য, তাদের শক্তিকে উদযাপন করা হচ্ছে।
#REL