দ্য ওয়াল ব্যুরো: বেশিরভাগ বাবা-মা সন্তানকে সঠিকভাবে গড়েপিঠে নেওয়ার জন্য হোস্টেল বা আবাসিক স্কুলের ওপরই ভরসা করেন। কিন্তু কর্নাটকের চিত্রদুর্গা জেলার (Karnataka Chitradurga district) এক ঘটনায় প্রশ্ন উঠল সেই ভরসা নিয়েই।
সম্প্রতি কর্নাটকের হোস্টেল-স্কুলে (Karnataka residential school) ১০ বছরের পড়ুয়াকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠে এসেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শ্রীগুরু থিপ্পেরুদ্রস্বামী আবাসিক বেদ বিদ্যালয়ে (Shreeguru Thipperudraswamy’s residential Veda school) মারধরের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (viral video)।