দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী নয়, এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় এলাকায় থাকতে হবে, গরিবদের পাশে দাঁড়াতে হবে, তবে আলটপকা মন্তব্য নয়, পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে।
#REL
পুজো উপলক্ষ্যে দলের বিধায়ক, মন্ত্রীদের ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?