দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হলেন এক মহিলা মাওবাদী নেত্রী। নিহতের নাম বুস্কি নুপ্পো। মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পলাতক এই নেত্রী একাধিক নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ, নুপ্পো সুকমা ও দান্তেওয়াড়া জেলার অন্তত ৯টি নকশাল মামলায় ওঁতপ্রোতভাবে জড়িত। বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি মাওবাদীদের মালঙ্গির এরিয়া কমিটির সদস্য ছিলেন।
#REL