দ্য ওয়াল ব্যুরো: অবসরের পর নিশ্চিন্ত জীবন কাটাতে কি সত্যিই ১০ কোটি টাকা দরকার? এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। বিশাল এই অঙ্ক শুনে দুশ্চিন্তা বাড়ে, তবে বিশেষজ্ঞরা বলছেন—এই ধারণা সঠিক নয়। বরং আপনার জীবনযাত্রা, খরচ আর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে একটি সহজ ফর্মুলা ব্যবহার করে বের করা যায় আসল অঙ্ক। এই পরিকল্পনা আপনাকে অযথা চিন্তামুক্ত করে আরও বাস্তবসম্মত অবসর প্রস্তুতিতে সাহায্য করবে।
অবসরের টাকার ভুল ধারণা