দেবপ্রিয় সেনগুপ্ত
পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে বহু প্রতীক্ষিত বিএসএনএল-এর ৪জি (BSNL 4G) পরিষেবা চলছে। সংস্থা সূত্রের খবর, এবার আনুষ্ঠানিকভাবে সেই পরিষেবার পাকাপাকি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৭ সেপ্টেম্বর ওড়িশা থেকে দেশজুড়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি-নির্ভর এই পরিষেবার কথা ঘোষণা করবেন তিনি। সেই তালিকায় কলকাতা (বৃহত্তর কলকাতা) ও পশ্চিমবঙ্গ সার্কেল (রাজ্যের বাকি এলাকা) দুটিও রয়েছে।