দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিধ্বস্ত গ্রামে বন্যাদুর্গতদের (Flood Victims) সঙ্গে দেখা করলেন অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বৃহস্পতিবার মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ (BJP MP) কঙ্গনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুঃখ-দুর্দশার কথা শোনেন। আর সেখানেই নিজের রেস্তরাঁর ক্ষতির (Kangana Ranaut Cafe) কথা তুলে ধরলেন।
কঙ্গনার বক্তব্য, “গতকাল আমার রেস্তরাঁয় বিক্রি হয়েছে মাত্র ৫০ টাকা। অথচ কর্মীদের মাইনে বাবদ দিতে হয় ১৫ লক্ষ টাকা। আপনারা আমার কষ্টও বুঝুন। আমিও তো হিমাচলের, এই জায়গারই বাসিন্দা।”