দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় ভাই-বোন জুটি সইফ আলি খান ও সোহা আলি খানের বয়সের ব্যবধান নয় বছর। তাই ছোটবেলায় একসঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাননি সোহা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধন আরও গভীর হয়েছে।
সম্প্রতি ম্যাশাবেল ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে নিজের শৈশব ও ভাই সইফের নানা স্মৃতি শেয়ার করেন সোহা। তিনি জানান, ছোটবেলায় সইফ ছিলেন ভীষণ দুষ্টু। এতটাই যে বাবা-মা— মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর— তাঁকে ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমোতে দিতেন না।
#REL