দ্য ওয়াল ব্যুরো: জন্মছকে চাঁদের অবস্থান কেবল আকাশের একটি বিন্দু নয়—এটাই নির্ধারণ করে মানুষের ভেতরের জগত কেমন হবে। তাই চন্দ্র রাশি নিয়ে মানুষের কৌতূহল যুগে যুগে অটুট। জ্যোতিষশাস্ত্র বলছে, এই রাশি নিয়ন্ত্রণ করে আপনার অনুভূতি, প্রতিক্রিয়া জানানোর ধরণ এবং সম্পর্কের উষ্ণতা। আধুনিক যুগে মানসিক চাপ যখন বেড়েই চলেছে, তখন নিজের চন্দ্র রাশিকে চেনা মানে আত্ম-অন্বেষণের নতুন দিক উন্মোচন।
জ্যোতিষশাস্ত্রে চন্দ্র রাশির গুরুত্ব