দ্য ওয়াল ব্যুরো: 'আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে! ঢ্যাংকুড়াকুড় ঢ্যাংকুড়াকুড় বাদ্যি বেজেছে!'
দুর্গাপুজো এলেই অন্তরা চৌধুরীর এই গান প্রাণে বাজে না, এমন বাঙালি কমই আছেন। আর এই গানে দুর্গাপুজোর গন্ধের সঙ্গেই যেটা ছুটে আসে, তা হল ঢ্যাংকুড়াকুড় ঢাকের বাদ্যি। ঢাকের বাদ্যি ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো। দ্রিমদ্রিম শব্দ দূর থেকে ভেসে এলেও মনে হয়, মা আসছেন মহা সমারোহে।