দ্য ওয়াল ব্যুরো: আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে অসংখ্য মানুষ প্রতিদিন নানা ধরনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করছেন। কিন্তু এসব কঠিন পরিস্থিতির আড়ালে কি কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? সাম্প্রতিক সময়ে “কর্মফল ঋণ” ধারণাটি নতুন করে আলোচনায় এসেছে। অনেকের বিশ্বাস, আমাদের জীবনের বর্তমান চ্যালেঞ্জ আসলে অতীতের কর্মের প্রতিফলন। রহস্যময় এই ‘কর্মফল ঋণের সংখ্যা’ কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে এবং এর পেছনে কী দর্শন লুকিয়ে আছে—সেই প্রশ্ন এখন মানুষের আগ্রহের কেন্দ্রে।
জীবনের প্রতিকূলতা ও কর্মফল ঋণের ধারণা